জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরু চুরি করে কর্মী-সমর্থকদের ভোজের আয়োজন করার অভিযোগে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, মহিলা দলের সমাবেশ উপলক্ষে কর্মী-সমর্থকদের আপ্যায়নের জন্য মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লায়লা খাতুন ইতি চুরি করা গরু দিয়ে ভোজের আয়োজন করেন।
এ ঘটনায় কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলায় মুক্তা চৌধুরী তিন নম্বর আসামি। পুলিশ ইতিমধ্যে সুমন মন্ডল ও কসাই বজলু প্রামাণিককে গ্রেপ্তার করেছে; তবে মুক্তা চৌধুরী ও তার স্ত্রী পলাতক রয়েছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।