গত তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান ইতালিয়ান সুপার কাপের শিরোপাটা যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল। কেউই তাদের সামনে দাঁড়াতে পারত না। এবারের ফাইনালেও তারা এসি মিলানের বিপক্ষে ২ গোলে এগিয়ে গিয়েছিল।
এরপরই অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইন্টারকে ৩-২ গোলে হারিয়ে ২০১৬ সালের পর প্রথমবার এই প্রতিযোগিতার শিরোপা জিতে নেয় এসি মিলান।
বুমরাকে আখের মতো চিপে রস বের করা হয়েছে: হরভজনবুমরাকে আখের মতো চিপে রস বের করা হয়েছে: হরভজন সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে সোমবার রাতের ম্যাচটির প্রথমার্ধ প্রায় গোলশূন্যভাবেই শেষ হতে যাচ্ছিল। তবে যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান আর্জেন্টাইন স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইরানের ফরোয়ার্ড তারেমি।
ক
ম্যাচ জমে ওঠে। ৫১ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার নিচু ফ্রি-কিকে ব্যবধান কমান ফরাসি ডিফেন্ডার থিও এর্নান্দেজ। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে স্কোরলাইন ২-২ করেন পুলিসিচ। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বদলি নামা লেয়াওয়ের চমৎকার পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান আরেক বদলি ইংলিশ স্ট্রাইকার আব্রাহাম। শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে এসি মিলান