খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে বিএনপির দেশব্যাপী দোয়া মাহফিলের ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার (১৫ আগস্ট) সারা দেশে বিশেষ কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, শুক্রবার (১৫ আগস্ট) দেশের সব জেলা, উপজেলা ও মহানগর BNP কার্যালয় এবং বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
তবে কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের কেক কাটা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দলীয় হাইকমান্ড। বিএনপি বলেছে, এ আয়োজন হবে সম্পূর্ণ ধর্মীয় ও সংযমপূর্ণ পরিবেশে।
খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার জন্মদিন উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা দেশব্যাপী ব্যাপক অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।